জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চন্দনাইশে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (রবিবার) সকালে বিশ্বব্যাপী মাদকের আগ্রাসন মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সকালে একটি জনসচেতনতামূলক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প.কর্মকর্তা রুমা ভট্টাচার্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সরকারী উপ-পরিদর্শক কাজী শামসুল বারী, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আফসার,একাডেমিক সুপারভাইজার কাজী মো:মোজাম্মেল হক,এস আই অজয় দত্ত,এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী,প্রকল্প সমন্বয়কারী আতিকুজ্জামান,সিনিয়র সাংবাদিক আবু তোরাব চৌধুরী,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,তথ্য আপা শাপলা সুলতানা,প্রশাসনিক কর্মকর্তা মেরি চৌধুরী এ এস আই নিতেন চাকমা, সাইফুল ইসলাম প্রমূখ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।