মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলায় বন্যায় প্লাবিত হওয়ায় বন্যার্তদের পাশে দাড়িয়েছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক ছাত্রনেতা হাসিব ইবনে হান্নান হৃদম।
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইছাপুর শেখ পাড়া ৫০টি পরিবারের মধ্যে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম তার ব্যক্তিগত তহবিল থেকে চিঁড়া, মুড়ি গুর ও জরুরি ঔষধ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ নেতা তানজিমুল ইসলাম আকাশ,খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লিমন,রকি,মরান,রোমান,সেবুল,আমজাদ,আকা
,মনির হোসেন,নাঈম,সজীব,মনির খাঁন রাহিম সহ খালিয়াজুড়ি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বন্যায় প্লাবিত লোকদের সাথে কথা বললে তারা বলেন, এই দুর্দিনে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এই কামনা করি।