অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
মঙ্গলবার পটিয়া উপজেলা পৌর সদর এলাকার ঐতির্য্যবাহী শিক্ষা প্রতিষ্টান খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ শিক্ষকরা উপজেলা প্রসাসনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে এক মতবিনিময় শেষে নবাগত ইউনও আতিকুল মামুনকে পুষ্পিত শুভেচ্ছায় বরন করে নেন শিক্ষকরা।ঐ সময় মতবিনিময় কালে ইউনও কলেজের শিক্ষার মান বিষয়ক সহ আরো নানা দিক নিয়ে আলোচনা যুক্ত করে খোজ খবর এবং সটিক শিক্ষার পাটদানে শিক্ষকদের অগ্রনী প্রসংসনীয় ভূমিকায় দেশ ও জাতির সর্বক্ষেত্রের কল্যানে উন্নয়ন লাভ করে।শিক্ষকরা জাতির মেরুদন্ড এসব আরো কথা বলেন তিনি।
এ সময়ে উপস্হিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব,অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু,নাজমূল জান্নাত,বিপ্লব বসু,ভগীরত দাশ,প্রদর্শক আবদুল কাদির,প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।