ইন্দুরকানী পিরোজপুর থেকে কামরুল ইসলাম
পিরোজপুর জেলার ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের চোখ তুলে নিয়েছেন ছোট ভাই। গতকাল বুধবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।ছোট ভাইয়ের নাম আছলাম আলী খান। আর তার বড় ভাই হলেন-ওবায়দুল খান (৪৫)। তারা উপজেলার পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানে
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আছলাম আলী খান রড দিয়ে বড় ভাই ওবায়দুল খানের বাম চোখ তুলে দিয়েছে। ওই সময় ধারালো রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। স্বজনরা দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে