মো.বাবু চৌধুরী |
সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অব ওমান পুন:গঠিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী২০২২ মাসকাট রুই হামিরিয়ার “অভিজাত রেষ্ঠুরেন্টে“র হল রুমে ১৫ জুলাই (শুক্রবার) বাদ জুমা অনুষ্ঠিত হয় । সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ ক্বারী জসিম উদ্দিনের কোরআন তেলাওয়াত ও মুহাম্মদ মেরাজুল আলম মামুনের নাত-এ রাসূল(দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি হযরাতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আল ক্বাদেরী সাহেব।
এতে বক্তব্য রাখেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি এইচ.এম. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত আলমদার পাশা, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছাদেকুন্নূর প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মুহাম্মদ সেলিম আবদুল্লাহ, সম্পাদক মন্ডলী, সদস্য ও আওতাধীন শাখা সমূহ হতে আগত নেতৃবৃন্দ।
বক্তাগন সীতাকুন্ড অগ্নিকান্ডে একেএমবি’র নিরবিচ্ছিন্ন সেবা, সিলেট বিভাগের বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরন কার্যক্রম, চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণসহ করোনা কালে একেএমবি’র সাহসী সেবা সমূহের কথাসহ বিভিন্ন কার্যক্রম উপস্থিতির সম্মুক্ষে তুলে ধরেন। বক্তাগন ভাইয়ে ভাইয়ে পরনিন্দা, পরচর্চা বাদ দিয়ে মানব জাতির জন্য অনুকরনীয় আদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গঠনের আহবান জানান । পুন:গঠিত পরিষদকে শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করান সভাপতি হযরাতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইব্রাহিম আল ক্বাদেরী সাহেব এরপর তিনি আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর গৃহীত সকল কর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।
এই সময় উপস্থিত সকলে আগামীতে ও একেএমবি`র সকল সেবামূলক কার্যক্রমে সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। মিলাদ ক্বিয়াম শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন এইচ. এম. মোরশেদ আলম। মাহফিল সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মুহাম্মদ মেরাজুল আলম মামুন। সর্বশেষ, আল্লাহ তার হাবীব(দ.) এর উসিলায় এই পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে মুসলিম উম্মাহ`র খেদমত আনজাম দেওয়ার তৌফিক দেন সেজন্য সকলের কাছে দোয়া চান ।