মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
প্রবাসী বাংলাদেশী বার্সেলোনা স্পেন নামের এক সংগঠন করেন বাংলাদেশের প্রবাসে থাকা রেসিডেন্সি যোদ্ধারা। দেশের বিভিন্ন জেলা উপজেলায় বন্যায় কবলিত মানুষের কথা চিন্তা করে তাদের সংগঠন থেকে নগত একটি ফান্ড তৈরি করেন। সেই ফান্ড থেকে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের দুইবারের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, জনাব ফুলখাছ মিয়া সাহেবের মাধ্যমে সুনামগঞ্জ জেলার ডিসেম্বরপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা, দিরাই উপজেলা, শাল্লা উপজেলা, তাহেরপুর উপজেলায় বানভাসি মানুষকে নগত অর্থ প্রদান করেন।
আজ ১৯ জুলাই রোজ মঙ্গলবার, শাল্লা উপজেলায় বানভাসি ৭০ জন অসহায় মানুষকে নগত ৫০০ টাকা করে অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলায় কর্মরত ডিএসবি নিয়ামুল হক সাহেব, সার্কেল আবু সুফিয়ান সাহেব, শাল্লা থানার ওসি আমিনুল সাহেব। শাল্লা উপজেলার প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ সাহেব, সাংবাদিক আমির হোসেন সাহেব, সাংবাদিক হাবিবুর রহমান সাহেব, মোঃ দিপু আহমেদ, মুনাইম খান, আয়না মিয়া,তকবির হোসে, মজনু মিয়া, সাংবাদিক ইদু খানসহ গণ্যমান ব্যক্তিগণ।
এ বিষয়ে প্রবাসী বাংলাদেশী বার্সেলোনা স্পেন এর পরিবারের সাথে কথা বললে তারা বলেন, আমাদের সগঠন অসহায় মানুষের পাশে আছে এবং সবসময়ই থাকবে।