মোঃ জুলফিকার আলী, দাকোপ প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হবে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সিনিয়ার সহ-সভাপতি যুবায়ের হোসেন লিংকন। বক্তৃতা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক শামীম হাসান, অর্থ কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি এম আজম, সাবেক সহসভাপতি স্বপন কুমার রায়, সাংবাদিক জি এম জাকির হোসেন, বিধান চন্দ্র ঘোষ, মোঃ মামুনুর রশিদ, দীপক সরদার, সোহাগ আহম্মেদ, কার্য্য নির্বাহী সদস্য মজুন ফকির, পারুল বেগম প্রমুখ। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার, সাংবাদিকদের সাথে মতবিনিময়, ২৪ জুলাই র্যালি. উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা, ২৭ জুলাইয় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি এবং সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র, ২৮ জুলাই সিআইজি চাষি সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও দেশীয় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, ২৯ জুলাই জাতয়ি মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।