মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন চৌধুরী’র স্মরণ সভা সংগঠনের সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, যুগ্ন সম্পাদক এম.দিদারুল আলম, সহ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, অর্থ সম্পাদক কেএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, মো.রাকিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এডভোকেট শাখাওয়াত হোসেন চৌধুরী ছিলেন বহু গুণের অধিকারী। যার সুদক্ষ নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষতার কারণে রাউজান প্রেসক্লাব আজ এতদূর পর্যন্ত এগিয়ে। তিনি শুধু সাংগঠনিক কর্মকান্ডে নয় আইন পেশায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন। যার কারণে তিনি সর্বস্থরের মানুষের মনের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।