জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংকের অর্ধযুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২৮ জুলাই দোহাজারী পৌরসভাস্থ জাছিম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।
বিকালে বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির অ্যাডমিন এসএম ওয়াহিদ রনির সভাপতিত্বে কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার,সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী,থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির অ্যাডমিন মাইনুদ্দিন হাসান।
আলোচনায় অংশ নেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বাবলু,সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি মো.লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা আ’লীগের সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার,দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মোঃ মনচুর আলী ফয়সাল,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু,এনুমিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশন চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী,দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক রবিউল ইসলাম, আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক মাও.আবদুল গফুর রব্বানী,দোহাজারী গ্রীণ হাসপাতাল চেয়ারম্যান মোঃ সোলায়মান, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,হুমায়ুন কবির,মুহিম বাদশা, হাসানুজ্জামান,আবু বক্কর হারুন,আব্দুর রব রনি,শাহাদাৎ সালেহীন, মোঃ হাসান,শুভ বড়ুয়া, মোঃ তারেক রাফি,অভি নাথ, রিদুয়ানুল হক প্রমূখ।