মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি
রাউজান পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ১৩২ কোটি ৯০ লক্ষ ৭২ হাজার ২৬৩ টাকার বাজেট ঘোষণা করেছে। ১ আগস্ট সোমবার পৌর মিলানায়তনে অনুষ্ঠিত এই বাজেট ঘোষনা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ঘোষিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বাজেট বাস্তবায়নে সর্ব্বাত্বক সহযোগিতার আশ্বাস এবং সমপোযোগি অখ্যায়িত করে সফল বাস্তবায়নে মেয়র জমির উদ্দিন পারভেজকে সার্বিক সহায়তার আশ্বান দেন।
বাজেট উপস্থাপন কালে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভা ১ম শ্রেণীর পৌরসভা হলেও নানা কারনে এটি পিছিয়ে ছিল। যার কারনে আমি নির্বাচিত হওয়ার পর থেকে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতা ও দিক নির্দেশনায় পৌরসভাকে একটি আধুনিক, মডেল ও উন্নয়নকামী এবং দেশের সেরা পৌর সভা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ১২ কোটি ৩৩ লক্ষ ৬১ হাজার ২৪৮ টাকাসহ সরকারের উন্নয়ন সহায়তা, ইউজিপ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন ট্রাষ্টসহ এবং মুলধন নিয়ে আয় ধরা হয়েছে ১৩২ কোটি ৯০ লক্ষ ৭২ হাজার ২৬৩ টাকা। পৌরসভার নিজস্ব ৮ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার টাকাসহ মুলধনের ব্যয়, সরকারের সহায়তা নিয়ে ব্যায় ধরা হয়েছ ১১১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার টাকা। ঘোষিত বাজেট প্রণয়নে সড়ক বাতি স্থাপন, পঃয়নিষ্কাশন, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, জনকল্যাণমূলক নাগরিক সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট অধিবেশনে আলোচনায় অংশগ্রহন করেন রাউজান পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, শওকত হাসান, আজাদ হোসেন, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাছিমা আক্তার, জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যািপকা রেহেনা আকতার, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, তসলিম উদ্দিন, কামাল উদ্দিন, মাওলানা এম.এ মতিন, মো.ইউনুচ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, দিপলু দে, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, আবু সালেক, নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্তী, সহ সভাপতি মো.আসিফ, সহ সভাপতি মোরশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত মামুন খান, উপ মানব উন্নয়ন বিষযক সম্পাদক শরিফুল হক মুন্না, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারি প্রকৌরশলী ওয়াসিম আকরাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মুহাম্মদ সাকুর মিয়া, উপ সহকারি প্রকৌশলী রাকিব উদ্দিন, প্রধান সহকারি সুমন কুমার বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।