মোঃ জুলফিকার আলী,দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস উপজেলা বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ২৪ হাজার ৫শত টাকা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাগেছে,গত ১২ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত চালনা পৌরসভার ও উপজেলা বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ধূমপান আইন, ভোক্ত অধিকার আইন, মৎস্য আইনসহ বিভিন্ন আইনে ১৬ ব্যাক্তির কাছ থেকে ২৪ হাজার ৫শত টাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করে আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, নির্বাহী অফিসের নাজির বিকাশ চন্দ্র বর্মন ও নৌ-পুলিশ এবং থানা পুলিশের সদস্য বৃন্দ।