1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন রাংগুনীয়া হযরত কাংগালী শাহ্ সড়কের উদ্বোধন পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ষড়যন্ত্রকারীদের কাছে ঈর্ষনীয় – এনামুল হক এনাম

চন্দনাইশে প্রীতি ফুটবল ম্যাচে কর্ণেল অলি দেশে নমরুদের জমানা শেষ, যারা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দিন শেষ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, মাঝে মাঝে এধরনের আমোদপ্রমোদের ব্যবস্থা করবেন। ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করেন, শান্তিশৃংখলা বজায় রাখবেন। আগামীতে চন্দনাইশবাসীকে এক জায়গায় আনার জন্য এ ধরনের আয়োজন করবেন। দেশের মানুষকে এটাই বলবো নমরুদের জমানা শেষ, নমরুদ নাই, ফেরাউন নাই, যারা টাকা লুন্ঠন করেছে, ব্যাংক ডাকাতি করেছে এবং আইনশৃংখলা নষ্ট করেছে, খুন, গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, তারা এখন নাই এবং তাদের আসার কোন সুযোগও নাই। এই সরকার যাওয়ার পরও আগামী সরকার যারা হবে, তাদের মাধ্যমে এই দুর্নীতিবাজদের বিচার হবে, তাদের ফাঁসিতে ঝুলানো হবে। কোন ছাড়াছাড়ি হবেনা। ১৫ বছর নয়, ১৯৭১ সালের পর থেকে তারা যতবার ক্ষমতায় এসেছে, জনগণের সম্পত্তি লুন্ঠন করেছে। ১৯৭১  সালের পর এখানে কোন রাজনৈতিক দল ছিলনা। একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল। হিন্দুদের জায়গা জমি দখল, দোকানপাঠ লুন্ঠন করেছে আওয়ামী লীগের লোকেরা।
গতকাল ১১ অক্টোবর বিকালে চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয় কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব, চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম।
চন্দনাইশ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, বিশেষ অতিথি ছিলেন সিআইপি এম হেলাল উদ্দীন, এলডিপির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুক, এলডিপি নেতা যথাক্রমে আকতার আলম, আইনুল কবির, মহিউদ্দীন, আবু ছৈয়দ,রহিম শিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট