1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন রাংগুনীয়া হযরত কাংগালী শাহ্ সড়কের উদ্বোধন পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন

সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধিঃ

আরব আমিরাত প্রবাসী, বাংলাদেশী  হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের   বৃদ্ধ বাবা ইসহাক মিয়াকে (৭৪) পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার কারণে সংবাদ সম্মেলন করা হয়।
এই ব্যাপারে গতকাল দুবাই স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার ছেলে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াজের পাড়ার তার বাবা ইসহাক মিয়াকে  স্থানীয় সন্ত্রাসী যুবলীগের সভাপতির পরিচয়ে জাহির সোমবার রাতে  (১ ডিসেম্বর) তাদের  নতুন  বসত ঘরে  গিয়ে রাতের আধারে প্রবেশ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে বৃদ্ধ  ইসহাক মিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা মনে করেছে সে মারা গেছে। এই ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরেরদিন তার ছেলে এসে তাদের  নতুন বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায়  আহত  বৃদ্ধকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকে ডাক্তাররা তাকে মুমূর্ষ অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে   বৃদ্ধের স্ত্রীরও হাত-পা ভেঙে দেয়।  ২০২২ সালের ৩ মার্চ তাদের বসত ভিটার সব গাছ কেটে ফেলে।
সংবাদ সম্মেলনে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনৈতিক চাকাকে সচলে অবদান রাখছেন। এই প্রবাসীরা যখন বিদেশে অবস্থান করেন তখন তাদের পরিবার-পরিজন অনেকটা অভিভাবকহীন হয়ে থাকেন। এক্ষেত্রে তারা পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনায় থাকেন। অথচ সেই পরিবারের প্রতি স্থানীয় সন্ত্রাসীরা বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালায়। তাতে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা আছে বলে মনে হয় না। তিনি আরো বলেন, জায়গা জমির বিরোধে তার  বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তবে তিনি প্রবাসে অবস্থান করায়  এ ঘটনায় থানায় এখনো লিখিত কোন অভিযোগ  করতে পারেননি
তাই বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন প্রবাসীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট