1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন রাংগুনীয়া হযরত কাংগালী শাহ্ সড়কের উদ্বোধন পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক পটিয়ায় জিরি ইউপি সদস্যা নুর আয়েশা বেগম’র সার্বিক সহযোগিতায় টেকসই সড়ক উন্নয়ন

গাইবান্ধায় দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণীর ছা‌ত্রের হার্টে ফুটো, শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপু‌রে অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম মুনছুর আলীর নাতি ৪র্থ শ্রেণীর ছাত্রের চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ১৪ বছরের শিশু তা‌সি‌ন।

শিশুটি সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড়‌ গোপালপুর গ্রামের ভ‌্যান চালক দরিদ্র বাবা হিরু মিয়া ও মা লাইজু বেগমের তিন ছেলেমেয়ের মধ্যে অসুস্থ তাসিন দ্বিতীয় ছেলে। তার চিকিৎসায় আট লক্ষাধীক টাকার প্রয়োজন। কিন্তু পরিবার অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের পক্ষে এ বিশাল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে প্রকাশ,ঢাকা জাতীয় হৃদ‌রোগ ইন্স‌টি‌টউি‌ট ও হাসপাতালের চি‌কিৎসক শিশুটির হার্টে জন্মগত ছিদ্র বা ফুটো রয়েছে বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন।

স্থানীয়রা জানান,সময় যাচ্ছে এবং হার্টের ছিদ্র/ফুটোর আকারে বড় হচ্ছে। তাই দ্রুত অপারেশন না করালে ধীরে ধীরে শিশুটি নিস্তেজ হয়ে যেকোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এ অপারেশনের জন্য ৮ লক্ষাধীক টাকার প্রয়োজন হবে। তা‌সিনের দরিদ্র বাবা হিরু মিয়ার পক্ষে কোনো ক্রমেই এতোগুলো টাকা জোগাড় করে ছেলের অপারেশন করানো সম্ভব নয়। তাই তার বাবা-মা ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান,দানশীল ও সরকারের সহযোগীতা কামনা করেছেন।

তা‌সিনের বাবা বলেন,চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ওষুধ না খাওয়ালেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল বর্ণ ধারণ করে। সারারাত একটুকুও ঘুমায় না। কিছু খেতে চায় না। চিকিৎসক জানিয়েছেন,তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। অপারেশন করতে আট লাখ টাকা লাগবে।

স্থানীয় সাবেক ইউ‌পি সদস‌্য মোখলেছ মিয়া ব‌লেন,শিশুটির পরিবার একেবারেই গরীব। তাদের কোনো জমিজমা নেই এবং তারা থাকেন অন্যের জায়গায়। আট লাখ টাকা খরচ করে তাদের পক্ষে অপারেশন করা সম্ভব নয়।

প্রতি‌বে‌শী রুনু বেগম বলেন,শিশুটি আমার প্রতি‌বে‌শী। তার বাবা ভ‌্যান চা‌লি‌য়ে কোনোমতে সংসার চালান। ছে‌লের হার্টের অপারেশন করতে আট/নয় লাখ টাকা লাগবে এত টাকা যোগার করা তা‌দের প‌ক্ষে সম্ভব নয়।

প্রতি‌বে‌শী খাজা মিয়া ব‌লেন, সরকারসহ বিত্তবানরা ও সমাজের সচ্ছল,স্ব হৃদয়বান ব্যক্তিরা যদি এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় তবেই তার জীবনটা বেঁচে যেত। সরকারের কাছে দাবী থাকবে এই অসহায় শিশুটির পাশে যেন সবাই সহযোগিতায় এগিয়ে আসেন।

শিশু‌টির দাদী আয়শা বেওয়া ব‌লেন,সমাজের সচ্ছল,স্ব হৃদয়বান ব্যক্তিদের সহোযোগিতায় হতে পারে শিশু তা‌সিনের চিকিৎসা। যদি কেউ তা‌সিনের চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেন,দয়া করে নিচে উল্লেখ্য মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তাসিনের পরিবার।
বিকাশ ও নগদ মোবাইল ফোন নং 01315~104785 ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট