এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর চাঁন্দগাও থানা শাখা কমিটির সভাপতি মোঃ হায়দার আলী সাদ্দাম এর উপর হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।
গত ৯ জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে বাসায় ফেরার পথে এই হামলা হয়।
এই হামলায় মাথায় গুরুতর জখম হয়ে প্রথমে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি হয়ে পরে বাসায় আনা হয়।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এমতাবস্থায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর মহাসচিব মুহাম্মদ আলী এই হামলার পিছনের কারণ খুঁজে বের করে হামলার মূল হোতা সহ এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের প্রতি আস্থা রয়েছে তাই আমি অত্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো যাতে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে।